Wellcome to National Portal
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২২nd মার্চ ২০১৯

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ২১

 

জাতীয় ফেলোশিপ কর্মসূচি খাতের আওতায় জাতীয় বিজ্ঞান  ও প্রযুক্তি (NST) ফেলোশিপ

পাবলিক বিশ্ববিদ্যালয়/গবেষণা প্রতিষ্ঠানে অধ্যয়নরত/গবেষণারত এমএস,এমফিল, পিএইচডি এবং পোস্ট-ডক্টরাল পর্যায়ের ছাত্র-ছাত্রী/গবেষকদের এই অনুদান প্রদান করা হয়। মোট ৩টি গ্রুপে এই ফেলোশিপ প্রদান করা হয়: ১.ভৌত, জৈব ও অজৈব বিজ্ঞান, প্রকৌশল ও পরিবেশ বিজ্ঞান, নবায়নযোগ্য শক্তি বিজ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ন্যানোটেকনোলজি লাগসই প্রযুক্তি ২. জীববিজ্ঞান ও চিকিৎসাবিজ্ঞান এবং  ৩.খাদ্য ও কৃষি বিজ্ঞান। ২০০৯-২০১০  অর্থ বছর থেকে ২০১৬-২০১৭ অর্থ বছর পর্যন্ত  এ খাতে মোট বরাদ্দ ছিল ৪৭,৯২,০০,০০০/-(সাত চল্লিশ কোটি বিরানব্বই লক্ষ) টাকা । বরাদ্দপ্রাপ্প অর্থ হতে মোট ৭,৬০৩ জন ফেলোর অনুকূলে  ৪৭,৪৩,০৬,৭৫০/-(সাত চল্লিশ কোটি তেতাল্লিশ লক্ষ ছয় হাজার সাতশত পঞ্চাশ) টাকা ফেলোশিপ প্রদান কা হয়েছে।

বিগত ৭ বছরে এ খাতে ফেলোশিপ প্রদান  সম্পর্কিত তথ্য নিম্নরূপ:

নং

অর্থ বছর

বরাদ্দকৃত অর্থ

ফেলোর সংখ্যা

প্রদানকৃত অর্থ

১.

২০০৯-২০১০

২,০২,০০,০০০

৪০৯ জন

২,০২,০০,০০০

২.

২০১০-২০১১

৪,৫০,০০,০০০

৬২৯ জন

৪,৫০,০০,০০০

৩.

২০১১-২০১২

৫,০০,০০,০০০

৬৯৫ জন

৫,০০,০০,০০০

৪.

২০১২-২০১৩

৫,৫০,০০,০০০

৭০০ জন

৫,৫০,০০,০০০

৫.

২০১৩-২০১৪

৬,৫০,০০,০০০

১০০১ জন

৬,২৮,২৬,০০০

৬.

২০১৪-২০১৫

৮,০০,০০,০০০

১৪৩৮ জন

৭,৯০,০০,০০০

৭.

২০১৫-২০১৬

৮,৪২,০০,০০০

১৪৩৮ জন

 ৮,৩৩,৬৩,৩০০

৮.

২০১৬-২০১৭

১০,০০,০০,০০০

১৭০২ জন

৯,৯১,১৭,৪৫০

 

সর্বমোট

৪৫,৮৯,০০,০০০

৮,০১১ জন

৪৯,৪৫,০৬,৭৫০

 

১৯৭৭-১৯৭৮ অর্থ বছর থেকে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ (NST) প্রবর্তন করা হয়েছে। পাবলিক বিশ্ববিদ্যালয়/গবেষণা প্রতিষ্ঠানে অধ্যয়নরত/গবেষণারত এমএস, এমফিল, পিএইচডি এবং পোস্ট-ডক্টরাল পর্যায়ের ছাত্র-ছাত্রী/গবেষকদের এই অনুদান প্রদান করা হয়। মোট ৩টি গ্রুপে এই ফেলোশিপ প্রদান করা হয়। যথ্য: (১) ভৌত, জৈব ও অজৈব বিজ্ঞান, প্রকৌশল ও পরিবেশ বিজ্ঞান, নবায়নযোগ্য শক্তি বিজ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ন্যানোটেকনোলজি লাগসই প্রযুক্তি (২) জীববিজ্ঞান ও চিকিৎসাবিজ্ঞান এবং  (৩) খাদ্য ও কৃষি বিজ্ঞান। নির্ধারিত কমিটি কর্তৃক প্রাপ্ত আবেদনপত্র যাচাই-বাছাই ও আবেদনকারীগণের সাক্ষাৎকার গ্রহণের মাধ্যমে ফেলোশিপ প্রদান করা হয়। ১৯৭৭-১৯৭৮ অর্থ বছর থেকে ২০১৬-২০১৭ অর্থ বছর পর্যন্ত জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ প্রদানের তথ্য নিম্নরূপ:

অর্থ বছর

প্রদানকৃত অর্থ

ফেলোর সংখ্যা

১৯৭৭-১৯৭৮ থেকে ২০১৪-২০১৫

৩৮,২৯,১৩,৫০০/-

৯,৯২৮ জন

২০১৫-২০১৬

৮,৪২,০০,০০০/-

১৪৩৮জন

সর্বমোট-

৪৬,৭১,১৩,৫০০/-

১১,৩৬৬ জন

২০১৬-২০১৭

১০,০০,০০,০০০/-

১৭০২ জন